নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডায়রিয়ার চিকিৎসা নেয়া শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সোমবার এ তথ্য জানান নীলফামারীর সিভিল সার্জন রনজিত কুমার বর্মণ। আক্রান্ত কলেজ পড়ুয়া ওই ছাত্রের বাড়ি জলঢাকা উপজেলার ধর্মপাল ইউপির মাঝাপাড়া গ্রামে।
সিভিল সার্জন রনজিত কুমার জানান, ৮ এপ্রিল জ্বর ও ডায়রিয়া নিয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই ছাত্র। ১১ এপ্রিল তার নমুনা রংপুর মেডিকেলে পাঠান চিকিৎসকরা। এরপর সুস্থ বোধ করলে ওই দিনেই তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে ওই ছাত্রের করোনা পজিটিভ আসে।
এ ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, আয়াসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।
সময়/দেশ/ডেস্ক