ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। ভোররাতে আটকের পর রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা. ধর্ষণ, মাদক, ছিনতাই চুরিসহ ৩৪টি মামলা রয়েছে। এদর মধ্যে ডাকাত সর্দার আলমগীর হোসেনের বিরুদ্ধে ১৩টি, রমজান সিকদারের বিরুদ্ধে ১৪টি এবং আবুল কালাম আজাদ ও তারিকুল ইসলাম রিপ্পার বিরুদ্ধে ০৩টি করে মামলা রয়েছে। ।


তিনি জানান, গুনবহা গ্রামের জনৈক রাহাদুল আক্তার তপনের বাড়ীর পেছনের বাঁশ বাগানে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে চার জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে রামদা, ছুরি, কাটার, শাবল উদ্ধার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here