ফরিদপুর সদর উপজেলার ৩৩ হাজার পরিবার পাচ্ছে মানবিক সহায়তা কার্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

ফরিদপুর সদর উপজেলার ৩৩ হাজার পরিবার পাচ্ছে মানবিক সহায়তা কার্ড


ফরিদপুর প্রতিনিধি :
দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে জেলায়। এ উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার ৩৩ হাজার পরিবার এই সহায়তা কার্ড পাবে।


রবিবার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। প্রথমদিনে সেখানে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হয়। 


প্রতিটি কার্ডধারী পরিবার ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি আটা দেয়া হয়। 


ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, তার ইউনিয়নে পর্যায়ক্রমে ১ হাজার ১১২ পরিবারের মাঝে এই উপহার প্রদান করা হবে।  


ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমকে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে উপজেলায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন মানুষকে সহায়তা প্রদান একটা সময়োপযোগী সিস্টেমের ভেতরে নিয়ে আসার নিমিত্তে জেলা প্রশাসক অতুল সরকার স্যারের মহতী ও সুচিন্তিত আধুনিক ধারনার এক অনবদ্য সৃষ্টি "মানবিক সহায়তা কার্ড"। এই কার্ডের মাধ্যমে ঈশান গোপালপুর ইউনিয়নে ৩.৫ মে. টন চাল সর্বমোট ৩৫০ টি পরিবারের মাঝে বিতরন করা হয়। এছাড়াও চালের সাথে মাথাপিছু ১ কেজি আটা, ১ কেজি আলু ও হাফ কেজি ডাল বিতরণ করা হয়। 

তিনি আরো বলেন, এই করোনা মহামারী বিদ্যমান অবস্থায় এই মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থা চলমান থাকবে এই কার্ডধারীদের মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক মৃধা, সাধারন সম্পাদক এস এম সুলতান আহমেদ, ট্যাগ অফিসার (সরকারি কর্মকর্তা) এবং ইউপি সদস্যবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here