জামালপুরের ইসলামপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চার হাজার ৯শ’ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ওই উপজেলার গুঠাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান।
ইউএনও জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুঠাইল বাজারের মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদামে অভিযান চালিয়ে ৫০ কেজির ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযান শেষে এসব চাল ইসলামপুর থানায় পাঠানো হয়েছে।
এ সময় ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়/দেশ/রাজ