আবারও ১২৬ বস্তা চালসহ ডিলার আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

আবারও ১২৬ বস্তা চালসহ ডিলার আটক



জামালপুরে আবারো উদ্ধার হলো চালের বস্তা। এ নিয়ে পঞ্চমবারের মতো চালের বস্তা উদ্ধারের ঘটনা ঘটল। শনিবার সকালে ওএমএস ডিলারের গুদাম থেকে ১২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ডিলার নরুন্দি বাজার বণিক সমিতির সভাপতি।

জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও প্রত্যক্ষ অভিযানে সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার নরুন্দি বাজারে ওই ডিলারের গুদাম থেকে চালের বস্তা উদ্ধার করা হয়। এরপর ডিলারকে আটক করেন ইউএনও ফরিদা ইয়াসমীন। উদ্ধার হওয়া চাল নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।

আটক ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে জামালপুর সদর থানায় আনা হয়েছে। সে তুলশীচর ইউপির মানিকার চর গ্রামের জাবেদ আলীর ছেলে।

গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক নূরুল ইসলাম খান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার অন্যত্র পাচার করছেন। এ তথ্য ডিসিকে জানানো হয়। ডিসি সদরের ইউএনওকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন। রাতেই গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই গুদামটি পাহারা দেন। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিব রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে কড়া নজরদারির মধ্যে ছিল।

সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, ইউএনও আমাকে নির্দেশ দিলে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গোয়ান্দা সংস্থার উপ-পরিচালক ও ইউএনও’র উপস্থিতিতে আমি ওই ডিলারকে আটক করে জামালপুর সদর থানায় এনেছি।

ইউএনও ফরিদা ইয়াসমীন বলেন, সকাল পৌনে ৮টার দিকে নরুন্দি বাজারে ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফার গোদাম থেকে ১২৬ বস্তা চাল (৭৭৪০ কেজি) উদ্ধার করা হয়। সেসঙ্গে ডিলারকে আটক করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার ও মজুতের অপরাধে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

এ পর্যন্ত মেলান্দহে ৩০ বস্তা, জামালপুর সদরের শাহবাজপুরের পৃথকভাবে ৮৫ ও ৭৪ বস্তা এবং বকশীগঞ্জ থেকে ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here