জ্বর-শ্বাসকষ্টে দুইজনের মৃত্যু, সড়কে প্রতিবন্ধীর মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৮, ২০২০

জ্বর-শ্বাসকষ্টে দুইজনের মৃত্যু, সড়কে প্রতিবন্ধীর মরদেহ


সময়/ জেলা সংবাদ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউপির পুটিনা দক্ষিণপাড়া এলাকায় মঙ্গলবার রাতে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে সালমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর আফরের টেকে একই কারণে আছমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ি এলাকায় গোলনাহার নামে এক প্রতিবন্ধীর মরদেহ সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, পুটিনা দক্ষিণপাড়া এলাকার সালমান ২০ বছর আগে হিন্দু ধর্ম  ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে চাদঁপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় চিত্তরঞ্জন দাসের বড় ছেলে। তার আগের নাম দিপক চন্দ্র। বিয়ের পর থেকে সে পুটিনা দক্ষিণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ১৫দিন আগে তার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। মঙ্গলবার রাতে সে নিজ বাড়িতে মারা যায়। এছাড়া বুধবার সকালে কাঞ্চনের কৃষ্ণনগর আফরেরটেকে আব্দুল্লাহর স্ত্রী আছমা কিছুদিন ধরে লিভারে সমস্যা ও জ্বর-ঠান্ডাজনিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার রাত ১২টার দিকে ভোলাব ইউপির আলাপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মানসিক প্রতিবন্ধী গোলনাহারেরর মরদেহ এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

এসব ব্যাপারে ইউএনও মমতাজ বেগম বলেন, মৃত্যু হলেই করোনা সন্দেহে অনেকে গোপনে দাফন করে ফেলছেন। এমনিতে পুরো উপজেলা লকডাউনের কারণে নতুন করে সেসব বাড়িতে লকডাউনের প্রয়োজন নেই। তবে মরদেহ দাফনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া যায় আমরা ডিসি ও রূপগঞ্জ থানার ওসির সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেব।

Post Top Ad

Responsive Ads Here