ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক চার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২০, ২০২০

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক চার


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া থেকে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে চার যুবককে আটক করেছে র‌্যাব। 


রোববার রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়। আটকরা হলেন- কাঠিয়ারপাড়ার মো. নিশান আলী, মো. জহুরুল ইসলাম জনি, মো. শামীম রেজা, মো. হিমেল।

জানা যায়, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে নিশান আলী। ধর্ষণের ভিডিও করে তার তিন বন্ধু। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে একাধিকবার ধর্ষণ করে কিশোরীকে। পাশাপাশি নগদ অর্থও আদায় করে। 

একপর্যায়ে বিষয়টি নিয়ে কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here