করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ছাড়ালো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৩, ২০২০

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ছাড়ালো


প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।


সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ২২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ২ হাজার ৫৫২ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৪৭ হাজার ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৬৬০ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭১০ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৩২৮ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৬০ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬৭ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৫৪৯ জনের মৃত্যু ও ১ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।




সময়/আন্ত

Post Top Ad

Responsive Ads Here