আত্মহত্যা করেছেন জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৭, ২০২০

আত্মহত্যা করেছেন জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর


সময় সংবাদ ডেস্কঃ
বলিউড নবীন তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার শোক এখনও ভুলেনি ভারতবাসী, আর এরমধ্যেই এবার আরও একটি আত্মহত্যার খবর! সুশান্তের মৃত্যুর ঠিক এগারো দিন পরে আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার দিল্লির বাড়িতে মাত্র ১৬ বছর বয়সে আত্মহত্যা করেন সিয়া। তবে কেন এই আত্মহত্যা করেছেন তা জানতে ইতোমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার অর্জুন সারিন। তবে সিয়ার আত্মহত্যার কোনো কারণ জানাননি অর্জুন। তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’
টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।


27-06-2020 (AT)

Post Top Ad

Responsive Ads Here