ফরিদপুরে সিগারেট মজুতকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১৮, ২০২০

ফরিদপুরে সিগারেট মজুতকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা, মধুখালী ও নগরকান্দায় মাত্রা অতিরিক্ত সিগারেট মজুতকারিদের বিরুদ্ধে পুলিশের এক অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সহ বিভিন্ন থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশ মা-বাবার দোয়া, বিসমিল্লাহ ষ্টোর, সমীর ষ্টোরসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন এবং মা-বাবার দোয়া ও সমীর ষ্টোরে বিপুল পরিমাণ সিগারেটর সন্ধান পান। অভিযানে প্রায় দুই লক্ষ দশ হাজার শলাকা ডার্বি সিগারেট উদ্ধার করেন। এ বিপুল পরিমান মজুদ বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা আঘাত হানতে পারে ভোক্তা অধিকারেও। পুলিশ এই মজুদকারিদেরকে সাবধান করে দেন এবং আগামী দশ দিনের মধ্যে উল্লেখিত মজুত সিগারেট বিক্রি করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে মজুত না করার হুশিয়ারি প্রদান করা হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এই সতর্কতার প্রেক্ষিতে আগামী দশ দিনের মধ্যে মজুত থাকা সব সিগারেট বিক্রি করা হবে বলে দোকানদারা মুচলেকা দেন । মজুতকারিদের বিরুদ্ধে এই ধরণের অভিয়ান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানান।
x

Post Top Ad

Responsive Ads Here