সময় সংবাদ ডেস্ক//
ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার বাগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শাকিব (১২) ও একই গ্রামের মো. গোফরানের ছেলে ইমরান (১২)। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আর ইমরান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব, ইমরান ও নাহিদসহ (১১) কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।