সময় সংবাদ ডেস্ক//
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) ও রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)। দুর্ঘটনায় আহত অপর তিনজনের পরিচয় জানা যায়নি।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, সকালে উপজেলার চড়ারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।