প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১২, ২০২০

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. হেলাল উদ্দিন।

বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপির খন্দকার পাড়ার মোক্তার আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, বুধবার মোটরসাইকেল যোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন হেলাল উদ্দিন। এ সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কারের চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here