জেএমবির সালমান গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১২, ২০২০

জেএমবির সালমান গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
রাজধানী ঢাকার কদমতলী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির "এহসার সদস্য" মাওলানা সালমান মোহাম্মদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস। এ সময় ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বই ও লিফলেট জব্দ করা হয়।

জানা যায়, মাওলানা সালমান মোহাম্মদ সালমান এর বাড়ি কুমিল্লা জেলার বরুরার জীবনপুর এলাকায়। তিনি  ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবিতে যোগ দেন। জেএমবিতে যোগদানের পর তিনি দাওয়াতী কাজের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন ইসলামী প্রকাশনীর সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। মাওলানা সালমান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। 


Post Top Ad

Responsive Ads Here