ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর তহশিলদার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৬, ২০২০

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর তহশিলদার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর ভূমি অফিসের তহশিলদার অধীর কুমার গুহ এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক ব্যক্তি ফরিদপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন বলে জানাগেছে।


পৌর এলাকার কুসমদী গ্রামের মোঃ শুকুর কাজীর ছেলে মোঃ হানিফ কাজী এক অভিযোগে উল্লেখ করেন, গত ১৬ মার্চ তহশিলদার অধীর চন্দ্র গুহ তার নিজ বাড়িতে আমরা কাছ থেকে জমির মিউটেশন করার নামে বিশ হাজার টাকার চুক্তি করে। এসময় তিনি তার কাছ থেকে নগদ পাচঁ হাজার টাকা অগ্রিম গ্রহন করেন। এরপর বিষয়টি সমাধান না করে নানা অজুহাতে কালপেক্ষন করতে থাকেন। এভাবে তিনি বাকি পনের হাজার টাকার জন্য চাপ দেন হানিফকে। কাজ দেরি হওয়াতে গত ৫ জুলাই তিনি টাকা ফেরত চাইলে তার উপর চড়াও হন তহশিলদার অধীর।  


অফিসে বাগবিতন্ডার এক পর্যায়ে তহশিলদার অধীর আলাফাডাঙ্গার ইউএনও মোঃ রাশেদুল এর কাছে বিষয়টি জানালে তিনি পুলিশ দিয়ে তাকে আটক করে নিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬০/১৮৯ ধারায় তাকে ত্রিশ হাজার জরিমানা করেন। 


হানিফ লিখিত অভিযোগে অরো বলেন, ভ্রাম্যমান আদালতে আমাকে কোন কথা বলতে দেয়া হয়নি। সেখানে আমি ন্যায় বিচার পাইনি। এতে আমার সম্মানহানি ও আর্থিক ক্ষতি হয়েছে সমাজে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য দাবি করা হয় লিখিত অভিযোগে।


এদিকে ঘটনার পর ৬ জুলাই হানিফ এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। 


হানিফ বলেন, গত ২৫ বছর যাবত অধীর এই আলফাডাঙ্গা উপজেলায় সিন্ডিকেট করে চাকুরী করে চলছেন। আমার এরআগে চারটি কাজ তিনি টাকার বিনিময়ে করে দিয়েছেন। তবে ১৬ মার্চ সে পৌর অফিসে কর্মরত না থাকলেও সে সব কাজ ওই অফিসে করতো ঘুষ গ্রহনের মাধ্যমে। শুধু কদিনের জন্য অন্য জায়গা থেকেই আবার তিনি এই অফিসে চলে আসতেন বলে হানিফ জানান।  


তহশিলদার অধীরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক সৈয়দ আবুল বাশার সহ অনেক ভুক্তভোগি অভিযোগ জমা দিয়েছেন বলে জানাগেছে। 


এ বিষয়ে তহশিলদার অধীর চন্দ্র গুহ এর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও অসত্য। তিনি দাবি করে বলেন ওই সময় আমি এই অফিসে কর্মরত ছিলাম না। আর হানিফ নামে কাউকে আমি চিনি না। আমার বিরুদ্ধে তার দেয়া অভিযোগে তদন্ত শেষে এখন শুনানী পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here