ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ৩১, ২০২১

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত







নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে আহত জয়নুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ইলিয়াস শেখ  একটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় সে পার্শ্ববর্তী পানিপাড়া গ্রামের জয়নুল ইসলাম গংদের দোষারোপ করে  ইলিয়াস শেখ ও তার পরিবার।  এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) ২টার দিকে ইলিয়াস পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে জয়নুল ইসলামের বসতবাড়িতে হামলা চালায়।


 এসময় জয়নুল ইসলাম সহ পরিবারের সদস্য মিরাজ হোসেন, মো. ওবায়দুর সর্দার, আমিরুন নেছা ও আব্দুল মালেক গুরুতর আহত হয়। এদের মধ্যে মিরাজ ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ওবায়দুর সর্দার ও আমিরুন নেছাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে জয়নুল ইসলাম বলেন, 'আমি নাকি জাঙ্গালিয়ার ইলিয়াস শেখকে পুলিশে ধরাই দিছি। কিন্তু আমি তো এর কিছু-ই জানি না। আর এই কারণে সে তার গুন্ডাবাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করেছে।'


তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। এলাকাবাসী জানায় তারা পালিয়েছে।


আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে। '







Post Top Ad

Responsive Ads Here