খেলা মাথায় আঘাত, মাঠ থেকে হাসপাতালে সাইফউদ্দিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৫, ২০২১

খেলা মাথায় আঘাত, মাঠ থেকে হাসপাতালে সাইফউদ্দিন




 সময় সংবাদ ডেস্কঃ


শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৪৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের হয়ে ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে প্রথম ইনিংসের বিরতির সময়ই সোজা হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ছয়টায় বিসিবি কার্যালয়ের সামনে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এর মিনিট দশেক 


পরই সাইফকে নিয়ে অ্যাম্বুলেন্সটি বের হয়ে যায়। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে অ্যাম্বুলেন্সের লোকজনদের কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।


ম্যাচের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার শর্ট বলটি খেলতে পারেননি তিনি। বল সোজা গিয়ে আঘাত করে সাইফউদ্দিনের হেলমেটে। জোরালো গতির কারণে মাথায় আঘাত পান এই অলরাউন্ডার। একই সময় রান নিতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন সাইফ। আঘাত গুরুতর হওয়ায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।


আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তার বদলি হিসেবে একই ক্যাটাগরির কোনো খেলোয়াড়কে একাদশে অন্তর্ভুক্ত করা যাবে। ফলে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলি হিসেবে এরই মধ্যে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। 

Post Top Ad

Responsive Ads Here