সময় সংবাদ ডেস্কঃ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে খেলছে শ্রীলংকা। এ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। তারপরও টাইগাররা ফিল্ডিংয়ে নামলে মাঠে দেখা যায় তাসকিন আহমেদকে, এমনকি বলও করছেন! এর কারণ ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমেছেন তিনি।
দেশের ইতিহাসের প্রথম কনকাশন সাব হিসেবে খেলতে নামলেন তাসকিন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলতে নেমেছেন এই পেসার।
ম্যাচে সাইফউদ্দিন ব্যাট করার সময় তার মাথায় বল আঘাত করে। রান আউট হয়ে যখন তিনি সাজঘরে ফেরেন, তখনও তাকে স্বাভাবিক দেখা যাচ্ছিল না। স্বাভাবিক না হওয়ায় তাসকিনকে তার কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয়। সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসে নাম লেখান এই পেসার।
কনকাশন সাব কী?
খেলা চলাকালীন সময়ে কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার জায়গায় একই ধরনের আরেকজন ক্রিকেটারকে মাঠে নামাতে পারে সংশ্লিষ্ট দল। এক্ষেত্রে অবশ্যই অভিন্ন ধরণের পরিবর্তন হতে হবে। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার নামতে পারবেন।
২০১৬ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম কনকাশন সাব প্রথা শুরু হয়। এরপর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও এর চল দেখা যায়। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে কনকাশন সাব পদ্ধতির অনুমোদন দেয়।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কনকাশন সাব হয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে স্টিভ স্মিথ মাথায় আঘাত পেলে তার জায়গায় মাথায় নেমেছিলেন এই ব্যাটসম্যান।