শিমুলিয়ায় চালক সহ আঠারো ট্রলার আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৯, ২০২১

শিমুলিয়ায় চালক সহ আঠারো ট্রলার আটক




মুন্সীগঞ্জ প্রতনিধিঃ


 মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ১৮ টি ট্রলার আটক করেছে মাওয়া নৌ-পুলিশ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট, ঘাটের পার্শ্ববর্তী এলাকা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৮টি ট্রলার আটক করা হয়।  


মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সিরাজুল কবীর জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপারে এখন সম্পূর্ণ নিষেধ রয়েছে। যাত্রীরা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। বিধিনিষেধ উপেক্ষা করে ট্রলারে যাত্রী উঠানোর কারণে শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া ও মাওয়া মৎস আড়ত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেল থেকে ১৮টি ট্রলার আটক করা হয়। এ সময় ১৮ জন ট্রলার চালকদের আটক করা হয়। যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। আটক ট্রলার নৌপুলিশের হেফাজতে আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।


এ দিকে কর্তৃপক্ষের নির্দেশে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এলাকায় যাত্রীরা ভিড় করে পদ্মা পাড়ি দিতে। পরিস্থিতি সামলাতে রোববার ভোর থেকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েনের পরও শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা। তবে, গত দুই দিনের তুলনায় চাপ কম। 

Post Top Ad

Responsive Ads Here