মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার চার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৯, ২০২১

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার চার


 


সিরাজগঞ্জ প্রতনিধিঃ


সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকা থেকে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তাদেক গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, সানোয়ার হোসেন ছানু সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর পূর্বপাড়া মহল্লার মৃত বাহাদূর আলী খার ছেলে, লিটন মিয়া উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া এলাকার মজিবর রহমানের ছেলে, লিটন ড্রাইভার নীলফামারী জেলার মঠকপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে ও রফিক একই জেলার প্রশিকাপাড়া এলাকার দুলাল পাঠানের ছেলে।


রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে পিকআপসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে হাসুয়া, কাটার মেশিন, লোহার কুড়াল, ধারালো রামদা, একটি প্লাস, শেলাই রেঞ্জ, দুটি শিকল, একটি রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here