মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শাহ্ শাহজাহান আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পরিবারিক সূত্রে জানা যায় শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার দিবাগত রাত ২.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফরিদপুর ও মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মী। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ্ শাহজাহান ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও অনেক বছর দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি তিনপুত্র দুইকণ্যা এক স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গিয়েছেন। তাঁর মৃত্যু প্রসঙ্গে ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন বলেন, একজন শান্তি প্রিয় মানুষ হিসেবে এলাকায় তিনি পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁর নাম চির উজ্জ্বল হয়ে থাকবে।
সময়/নাজ