সময় সংবাদ ডেস্কঃ
করোনার ভারতীয় ধরন যেকোনো সময় দেশে পূর্ণ সংক্রমণ শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিফতরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এরই মধ্যে করোনার ভারতীয় ধরন দেশে চলে এসেছে। দেশে প্রতিনিয়ত শনাক্তও হচ্ছে। এ ধরনের সংক্রমণের হার অনেক বেশি। এজন্য সর্বক্ষণ মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে।
অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, সরকারের চলমান লকডাউন, মানুষ এবং পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলেই সংক্রমণ কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারন নেই।
তিনি আরো বলেন, করোনার ভারতীয় ধরন ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। দেশটিতে দৈনিক ৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন। ভারতের এ ধরন বাংলাদেশে যেকোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে।