পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রবীন আওয়ামী লীগ নেতা, ছোটবিঘাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী কতৃক অপহরণ করে পুলিশে সোপর্দ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্তের পরিবার এবং সদর উপজেলাধীন সকল চেয়ারম্যান বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা, লোহালিয়া ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মৃধা, মাদারবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুসফিকুর রহমান মিলন মাঝি, ভূরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রুবেল আহম্মেদ, মলাপুর ইউনিয়ন চেয়ারম্যান মনির রহমান মৃধা, ইটবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক জোমাদ্দার, লাউকাঠী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন খান, জৈনকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. ফিরোজ আলম প্রমুখ।
এই সময় তারা বলেন এই মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করতে হবে। তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে হবে ।