বোয়ালমারীতে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ২০, ইউপি সদস্য সহ আটক ১৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১৯, ২০২১

বোয়ালমারীতে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ২০, ইউপি সদস্য সহ আটক ১৮




বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ময়েনদিয়া ও পরমেশ্বদী গ্রামে আধিপত্র বিস্তারকে কেন্দ্র করে আ'লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে ২০ জন। এ সময় উভয় পক্ষের ২৫ থেকে ৩০ টি ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদের মধ্যে নিজাম (২০), সুমন (২০), সুজন (২৫), ইস্রাফিলকে (৩০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে এক প্লাটন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, পরমেশ্বদী ইউনিয়ন আ'লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ময়েনদিয়া গ্রামের বাসিন্দা  মান্নান মাতুব্বর ও একই ইউনিয়নের পরমেশ্বদী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মাসুদ শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন আতিপত্র বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৯ মে) ভোর ৬টার দিকে দুই পক্ষের লোকজন ঢাল সড়কি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১৮ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলো, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল, ইদ্রিস শেখ, ইস্রাফিল, আলিম মোল্যা, রহিম, মহাসিন তালুকদার, জাফর শেখ, আজিজুর, মোজাম্মেল, জসিম মোল্যা, নাজমুল মৃধা, মোহাম্মদ শেখ, ইমরান, রাসেল মোল্যা, রফিকুল ইসলাম, আমিনুর রহমান, আকমল শেখ, বেলায়েত মুন্সি।


মান্নান মাতুব্বরের ছোট ভাই ছিদ্দিক মাতুব্বর বলেন, মাসুদ শেখের লোকজন বিভিন্ন সময় আমাদের গ্রুপের লোকজনের উপর হামলা করে মারধর করে। বুধবার ভোরে তার লোকজন আমার গ্রুপের আদা বিশ্বাস, বক্কার বিশ্বাস সহ কয়েকটা বাড়ি ঘরে হামলা করে ভাংচুর চালায়। খবর পেয়ে আমার লোকজন ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বেধে যায়। 


মাসুদ শেখ বলেন, আমার দলের লোকজন ময়েনদিয়া বাজারে বাজার করতে গেলে মান্নান মাতুব্বর তার লোকজন নিয়ে তাদের মারধর করে, অনেক সময় বাজার থেকে ধাওয়া দেয়। হুমকি, ধাওয়া দেওয়ার ঘটনায় আমার পক্ষের আজিজুর রহমার গত ২০ সালের ৭ জানুয়ারী, মোসা. আলপনা বেগম গত ২১ সালের ২৭ মার্চ, আব্দুস মান্নান চলতি মাসের ২ মে, ফজলু করিম ৮ মে মান্নান মাতুব্বরের নামে থানায় লিখিত অভিযোগ করেছে। এ ছাড়া আমার লোকজনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর করে তার দলে নিতে চায়। বুধবার ভোরে মান্নান মাতুব্বর তার লোকজন নিয়ে আমার দলের ইব্রাহিম শেখ, বাকু শেখ, বকুল শেখ, আকুবর শেখসহ কয়েকটা বাড়ি ঘরে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ভাংচুরের খবর পেয়ে আমার লোকজন গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।


থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনাস্থল থেকে কিছু লোক আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি কি করা হবে। এখন পর্যন্ত কোন পক্ষই সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে।

Post Top Ad

Responsive Ads Here