নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গবন্ধু সেতুতে ৫শ’ দূরপাল্লার বাস পারাপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৯, ২০২১

নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গবন্ধু সেতুতে ৫শ’ দূরপাল্লার বাস পারাপার

 



সময় সংবাদ ডেক্সঃ


করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকলেও তা মানছে না বাস মালিক ও শ্রমিকরা। ঈদকে সামনে রেখে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

এ সুযোগ কাজে লাগিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতে রাস্তায় দূরপাল্লার বাস চালাচ্ছেন শ্রমিকরা। এতে করে করোনার সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।


বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ হাজার বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ৫০০ যাত্রীবাহী দূরপাল্লার বাস রয়েছে। এতে মোট ১ কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।


শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গিয়ে দেখা যায়, উভয় লেনে দূরপাল্লার বাসের দীর্ঘ লাইন। তবে উত্তরবঙ্গগামী বাসগুলোতে গাদাগাদী যাত্রী থাকলেও ঢাকামুখী বাসগুলোতে যাত্রী নেই বললেই চলে।


এ সময় কথা হয় ঢাকাগামী একতা পরিবহনের চালক সোলায়মান হাসানের সঙ্গে। তিনি জানান, ঢাকা থেকে বগুড়া যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় খালি বাস নিয়ে ফিরছেন। পারলে রাতেই আবার তিনি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি বলেন, টাকা না থাকলে খাবো কি, তাই গাড়ি নিয়ে বের হয়েছি।


খোকন পরিবহনের চালক আব্দুল মান্নান জানান, যাত্রী নিয়ে তিনিও বগুড়া গিয়েছিলেন। এখন তিনি খালি গাড়ি নিয়ে ঢাকায় ফিরছেন। রাতে আরেক চালক যাত্রী নিয়ে বগুড়া যাবেন।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, অনেক বাস ঘুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া মহাসড়কে জেলাভিত্তিক গণপরিবহন ছাড়া অন্য জেলার বাসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো.শফিকুল ইসলাম বলেন, সেহরির সময় দুই, চারটা বাস পারাপার হতে পারে। এর অধিক দূরপাল্লার বাস বঙ্গবন্ধু সেতু পারপার হয়নি। কতগুলো বাস পারপার হয়েছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।

Post Top Ad

Responsive Ads Here