নেত্রকোনায় আড্ডায় আড্ডায় নজরুল জন্মজয়ন্তী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৬, ২০২১

নেত্রকোনায় আড্ডায় আড্ডায় নজরুল জন্মজয়ন্তী


 

Somoy সংবাদ ডেস্কঃ


করোনা কালে ক্ষুদ্র পরিসরে নেত্রকোনায় পালিত হয়েছে নজরুল জন্ম জয়ন্তী। জাতীয় কবির ১২২ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে হিমু পাঠক আড্ডার উদ্যোগে ‘আড্ডায় আড্ডায় নরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শহরের মোক্তারপাড়া একটি পত্রিকা অফিসের কার্যালয়ে মঙ্গলবার রাতে শুরু হয় নজরুল স্মরণ। অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ অভিভাবক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা সীমিত পরিসরে অংশ নেন। 


জাতীয় কবির স্মরণের মতো বড় পরিসরের একটি অনুষ্ঠান করোনার প্রভাবে ছোট আকারে হওয়ায় সেটিকে সরাসরি ফেইসবুকে সম্প্রচার করে সংগঠনটি। 


হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় সসংগঠনের উপদেষ্টা সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন ।

এতে নজরুলের গান পরিবেশন করেন, উদীচীর নারায়ণ কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, সৈয়দা নাসরীন সুলতানা ও উপমা রিয়া। কবিতা আবৃত্তি করেন অভিভাবক ও সেক্টর কমান্ডারস ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী ভট্টাচার্য্য ও সাংবাদিক শ্যামলেন্দু পাল।

Post Top Ad

Responsive Ads Here