বোয়ালমারীতে অসহায় দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৮, ২০২১

বোয়ালমারীতে অসহায় দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

 



বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে তিন শতাধিক অসহায় দুঃস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান। 


শনিবার (৮ মে) সকাল ১০টায় স্থানীয়হ ডাকবাংলো চত্বরে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে সাবেক এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমানের পক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ করেন।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, উপজেলা আওয়ামীলীগের সদস্য পলাশ বৈরাগী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দাউদুজ্জামান দাউদ, পেশাজীবীলীগের সদস্য রেজাউল করিম, উপজেলা যুবলীগ নেতা ইমরুল চৌধুরী, সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন রনী, রোমান, লোটাস আহমেদ, প্রদীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের মেহেদী রাজিব, শুভ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here