আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
'জল তরঙ্গ ভাটির রাজ্যে, ঘুরে আসি নাড়ীর টানে' এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল প্লাটফর্ম হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ৩টায় হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ পরিচালনা পর্ষদের আয়োজনে মধুমতি নদীতে এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
নদী পথে নৌকা ভ্রমণ বাঙালীর অস্থিমজ্জায় মিশে আছে। নৌকা ভ্রমণ মানুষকে বাড়তি আনন্দ এনে দেয়। তাইতো ঈদ পরবর্তী আনন্দ ও নদীপথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন তারা। পরে উপজেলার দিগনগর মধুমতি নদীর ঘাট থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে নৌকায় ওঠেন হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের সদস্যরা। শুরু হয় নদীপথ ভ্রমণ।
নাচ-গানের তালে তালে প্রকৃতির মাঝে আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। অন্যদিকে নৌকার মধ্যেই চলে রান্না-বান্নার কাজ। একপর্যায়ে পড়ন্ত বিকালে একটি চরে নৌকা নোঙর করা হয। সেখানে খাওয়া দাওয়া শেষে শুরু হয় আবার নাচ গান। মোহময়ী বিকেলের মাধুর্য প্রাণভরে উপভোগ করতে করতে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ল তখন তারা গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেল।
এসময় নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, আসিফ সিকদার, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া ও মেহেদী হাসান প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।