অসহায় কৃষকের ধান কাটলো ফুলতলা উপজেলা ছাত্রলীগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৬, ২০২১

অসহায় কৃষকের ধান কাটলো ফুলতলা উপজেলা ছাত্রলীগ

 


খুলনা প্রতিনিধিঃ

চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে  ছাত্রলীগের নেতাকর্মীরা।

খুলনা জেলার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেনের নেতৃত্বে   উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানকাটা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।


ছাত্রলীগ নেতৃবৃন্দ  প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রমজানে রোজা থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন  এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ কাজ করেন।


উপজেলার ২নং দামোদর ইউনিয়ন পরিষদের আলকা গ্রামের  কৃষক মোঃ ইয়াছিন গাজী বলেন,করোনা মহামারীতে অর্থ সংকটে ক্ষেতের ধান ঘরে তুলতে সমস্যায় পড়ি তখন ছাত্রলীগের সবাই আমার ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় আমার বড় উপকার হয়েছে,আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 


এ প্রসঙ্গে ফুলতলা উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফুলতলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের এ কাজের সূচনা হয়েছে যা অব্যাহত থাকবে।বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা সবসময়  গর্ববোধ করি।অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত বোধ করছি। 


ধানকাটা কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ফুলতলা উপজেলা  ছাত্রলীগের নাজমুল হোসেন মিঠু ,তুহিন কুন্ডু,মাহমুদ মোড়ল ,

এনামুল কবির, আহসান ইমন, আলাউদ্দিন আক্তার, তাসমির হাসান, সাবিবুল ইসলাম আলম, হাসিবুল ইসলাম শান্ত ,ইমন হোসেন, সরদার ইলাহি, মইনুল ইসলাম ,রিফাত,মামুন সহ প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here