ডাক মারলেন সাকিব, মোহামেডানের হ্যাটট্রিক হার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১

ডাক মারলেন সাকিব, মোহামেডানের হ্যাটট্রিক হার


 

সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে শূন্য রানে (ডাক) আউট হয়েছেন সাকিব। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ হারল মোহামেডান। 

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। দলীয় ২৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ব্যাট হাতে ব্যর্থতার ধারা থেকে বের হতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ৬ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।


শেষদিকে শুভাগত হোমের ৩২ বলে ৫২ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে মোহামেডান। আবু হায়দার রনি খেলেন ২৫ বলে ১৫ রানের ইনিংস।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জকে খুব একটা বেগ পেতে হয়নি। পিনাক ঘোষ ও মেহেদী মারুফের উদ্বোধনী জুটিতে আসে ৮৯ রান। মারুফ ৪৬ বলে ৪১ রান করে আউট হলেও পিনাক ঘোষ খেলেন ৫১ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস। এছাড়া সাব্বির রহমানের ব্যাট থেকে ১৩ বলে আসে ১৪ রান। 

সাকিব এদিন ৩.১ ওভার বল করে ১৭ রান দিলেও উইকেটশূন্য ছিলেন। একমাত্র উইকেটটি শিকার করেন মাহমুদুল হাসান।


সংক্ষিপ্ত স্কোর 


টস: মোহামেডান স্পোর্টিং ক্লাব


মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১১৩/৯ (২০ ওভার)

শুভাগত ৫২, রনি ১৫

নাঈম ৬/২, গাজী ৮/২, শহীদ ২১/২


লিজেন্ডস অব রূপগঞ্জ: ১১৭/১ (১৮.১ ওভার)

পিনাক ৫১*, মারুফ ৪১, সাব্বির ১৪*

মাহমুদুল ১১/১


ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী।

Post Top Ad

Responsive Ads Here