রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
কলাপাড়ায় সিঁধ কেটে বসত ঘরে চুরি ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে নীলগঞ্জ ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ওই ঘরের মালিক মো: সুলতান খাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছে চেরেরা। তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কলাপাড়া হাপাতালে ভর্তি করেছে।
স্থানীয় ও আহতর পরিবারিক সূত্রে জানা গেছে, সুলতান খাঁ’র বাড়ির লোকজন রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। চোরেরা সিঁধ কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। এর পর অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্নালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এ সময় সুলতান খানকে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের লোকজন কাউকে শনাক্ত করতে পারেনি।
কলাপাডা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আসাদুর রহমান গনম্ধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।