মেহেরপুরে গাঁজা সেবনের সময় ৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, June 14, 2021

মেহেরপুরে গাঁজা সেবনের সময় ৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ



মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুরে গাঁজা সেবনের সময় ৯ জন গাঁজা সেবনকারীকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হাতেনাতে আটক করেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে শহরের কালাচাঁদপুর ৪ নং ওয়ার্ডে কাসেম সাঁইজির আশ্রম বাড়ীতে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিথিলা দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের জেল ও ২শত টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলো, মেহেরপুর কালাচাদপুরের রইস শেখ এর ছেলে সিরাজুল ইসলাম (৫৬), সদর উপজেলার বারাদি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল হালিম (২৮), মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড তাঁতীপাড়ার কাওছার আলীর ছেলে মাসুম আলী (৪০), ৪ নং ওয়ার্ড খাঁ পাড়ার দ্বীন মোহাম্মদের ছেলে খোকন আলী (৩৮), সদর উপজেলার কামদেবপুর গ্রামের আখের আলরি ছেলে রফিকুল ইসলাম (৫০), মেহেরপুর শহরের বেড় পাড়ার জয়নাল আলীর ছেলে জুয়েল রানা (৩০), মৃত তালেব এর ছেলে মাহিরুল (৪৫), ৬ নং ওয়ার্ড বড়বাজার পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আরিফুজ্জামান সালাম (৩২) ও গাংনী উপজেলার আযান গ্রামের কিফাত আলীর ছেলে মেহেদী হাসান (২৬)। 


এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলি, সদর থানার ওসি শাহ দারা খান। ঘটনাস্থান পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল কথিত সাঁইজির আখড়ায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় ৯ জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়।


 ভ্রাম্যমান আদালতের গাঁজা সেবনকারীরা তাদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯ এর ১ এর (ঘ) ধারা মোতাবেক প্রত্যেককে ২শ টাকা জরিমানা ও ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



No comments: