দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু





জেলা প্রতিনিধিঃ



 

দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকায় মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন।

অপরদিকে জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়। 

 

মৃতরা হলেন সাজ্জাদ, আপন, মিম ও হাসান। নিহত সাজ্জাদ হোসেন ৮ নম্বর রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে। আপন সদর উপজেলার খোদ মাধবপুর গ্রামের মোকছেন আলীর ছেলে। মিম সদরের ৮ নম্বর রেলঘুন্টি এলাকার সাজু মন্ডলের ছেলে। হাসান সদরের ৮ নম্বর রেলঘুন্টি আবু বকর সিদ্দিকের ছেলে। 


চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম, সামুর ছেলে আব্দুর রাজ্জাকও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী। 


দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ বলেন, বৃষ্টির মধ্যে ৮ নম্বর রেলঘুন্টি যাত্রী ছাউনির ওপর মোবাইলে গেম খেলছিল । হঠাৎ বজ্রাপাতের ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন কিশোর মারা গেছে। আহত ৩ কিশোর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। 

আহতরা হলো একই এলাকার বাবলুর ছেলে আতিক, ইদ্রিস আলীর ছেলে মমিনুল ইসলাম এবং একই এলাকার গফুর আলীর ছেলে সাজু। 


দিনাজপুর সদরের ইউএনও মূর্তজা আল মুঈদ তাৎক্ষণিকভাবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গিয়ে নিহতের স্বজনদের হাতে দাফন কাফনে জন্য প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here