দল ঘোষণার ২০ মিনিট পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

দল ঘোষণার ২০ মিনিট পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান



আন্তর্জাতিক ডেস্কঃ




 রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল ঘোষণার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছাড়লেন রশিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ নিজেই। তিনি জানান, বিশ্বকাপের দল নিয়ে তার সঙ্গে নির্বাচকরা আলোচনা না করায় অধিনায়কত্বের পদ ছেড়েছেন রশিদ।


টুইটে রশিদ লেখেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামতকে না নিয়ে দল ঘোষণা করেছে। আমি এই মূর্হুতে আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়’।


আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব হিসেবে ৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার নেতৃত্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার আফগানদের।

Post Top Ad

Responsive Ads Here