মাদক মামলায় স্বামীর মুক্তি,স্ত্রীরির যাবজ্জীবন জেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

মাদক মামলায় স্বামীর মুক্তি,স্ত্রীরির যাবজ্জীবন জেল


 


জেলা প্রতিনিধিঃ



নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে মুক্তি পেয়েছেন রিক্তার স্বামী শহীদুজ্জামানসহ তিনজন।


আসামি রিক্তা পারভীন নড়াইল সদরের লস্করপুর গ্রামের বাসিন্দা।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে আসামি রিক্তা পারভীনের বাড়ি থেকে ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় চারজনের নামে মামলা হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।












Post Top Ad

Responsive Ads Here