অপহরণের ৯দিন পর মাদরাসার ছাত্রী উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

অপহরণের ৯দিন পর মাদরাসার ছাত্রী উদ্ধার




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা মাদ্রাসার সামনে রাস্তা থেকে ১৫ বছরের এক মাদরাসার ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কিশোরী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।


আজ (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪ নং ওর্য়াড থেকে ভিকটিম কে উদ্ধার করে চাটখিল পুলিশ।


এর আগে, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনে রাস্তার উপর থেকে ছয়ানী টবগা (বড় বাড়ী) ইসমাইল হোসেনের ছেলে জিহাদ (২৫) সহ অজ্ঞাত আরো ২/৩ দিন একই উপজেলার ১৫ বছরের এক কিশোরী কে অপহরণ করে নিয়ে যায়। 


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভিকটিমের পরিবারের নিখোঁজ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ নিখোঁজের উদ্ধারের অভিযান চালায়। ভিকটিমকে উদ্ধারের পর জানতে পারে তাকে অপহরণ হয়েছে।


নোয়াখালী পুলিশ সুপার (এসপি) বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here