টিকা কর্মসূচি জোরদার করায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

টিকা কর্মসূচি জোরদার করায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার কমেছে


 


আন্তর্জাতিক ডেস্কঃ



ডেল্টা ধরনের করোনায় সংক্রমণের হার বেড়েছিল গত আগস্ট-সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত দৈনিক গড়ে এক লাখ ৭২ হাজার ৫০০ জনের মতো আক্রান্ত হয়েছে। এরপর টিকাদান কর্মসূচি জোরদার করায় অক্টোবরের দ্বিতীয়ার্ধে করোনায় আক্রান্তের হার কমতে শুরু করেছে। সর্বশেষ গত সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় অর্ধেকে নেমেছে।



এখন তা পৌঁছেছে ৭২ হাজারে, অর্থাৎ ৫৮% কমেছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির ডেটা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণের আগ্রহ বৃদ্ধি পাওয়ার সুফল পাচ্ছে আমেরিকানরা। ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন’ অর্থাৎ সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকার মোট জনসংখ্যার (টিকা নেয়ার যোগ্য) অন্তত: ৬৬% করোনার একটি করে ডোজ এবং ৫৮% পূর্ণ ডোজের টিকা নিয়েছে। এবং ইতিমধ্যেই ৮% বুস্টার ডোজ নিয়েছে।



জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর মলিক্যুলার মাইক্রোবাইয়োলজি এ্যান্ড ইম্যুনোলাজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. আর্থার ক্যাসাডিভেল এ প্রসঙ্গে শনিবার বলেছেন, ব্যক্তিগতভাবে আমি খুবই আশাবাদী, করোনা মহামারির কবল থেকে যুক্তরাষ্ট্র পরিত্রাণের পথে উঠেছে। টিকা গ্রহণের পরিক্রমা সাফল্যজনকভাবে এগিয়ে চলার সুফল এটা। তাই অবশিষ্ট জনগোষ্ঠী যত দ্রুত টিকা নেবে ততই স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ সফল হবে।


এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় শুক্রবার পর্যন্ত ৭ দিনে গড়ে মৃত্যু হয়েছে ১৩৬৬ জনের।


  সিডিসির তথ্য অনুযায়ী, এ যাবত মারা গেছে ৭ লাখ ৪৩ হাজার ৪১০ জন। আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ১৫৩ জন। একক দেশ হিসেবে আক্রান্ত, মৃত্যুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। চিকিৎসা-বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, করোনার ভয়াবহতাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলে না নেয়ায় সোয়া লাখের অধিক অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।  

Post Top Ad

Responsive Ads Here