বিএনপি না এলেও ইসি গঠন থেমে থাকবে না: কাদের |
নিজস্ব প্রতিবেদক:
নেতিবাচক রাজনীতি ছেড়ে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটাও সাফ জানিয়ে দিলেন, কোনো দল সংলাপে না এলেও নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া থেমে থাকবে না।
ঢাকায় সরকারি বাসভবনে গতকাল বুধবার সকালে ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশা করছি, নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। আর এর মাধ্যমে প্রমাণিত হবে বিএনপি শক্তিশালী নির্বাচন কমিশন চায়, নাকি বিতর্ক সৃষ্টি করতে চায়।’
২০১৭ সালেও বিএনপির দেয়া তালিকা থেকে একজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা।
তিনি বলেন, ‘কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। আর মিডিয়ায় বক্তব্য দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন আখ্যা দেয়া এবং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান হবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন কাদের।
তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবকে বলতে চাই, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।’ ‘বিএনপির অপরাজনীতির ঘুঁটি খালেদা’
দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দল অপরাজনীতির ঘুঁটি বানিয়েছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বন্দি বেগম জিয়া অধিকতর শক্তিশালী, এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি, তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার ঘুঁটি হয়েছেন বেগম জিয়া।’ সরকার বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবও দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার নয়, মিথ্যাচার আর বিএনপি এখন সমার্থক শব্দ।
বিএনপি নেতাদের অবিরাম মিথ্যাচারের দাপটে এখন আর তাদের বক্তব্যে সত্যের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। বেগম জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতির ওপরই ভরসা করে চলেছে।’ বিএনপি নেতারা খালেদার চিকিৎসা নিয়েও ‘অতি রাজনীতি’ করছে বলেও মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘বিএনপি চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। অথচ সেই কৃতজ্ঞতাবোধও বিএনপিতে নেই।’