বাংলাদেশে দুই তরুণীর প্রেম, বিয়েতে পরিবারের ‘না’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

বাংলাদেশে দুই তরুণীর প্রেম, বিয়েতে পরিবারের ‘না’

বাংলাদেশে দুই তরুণীর প্রেম, বিয়েতে পরিবারের ‘না’
 বাংলাদেশে দুই তরুণীর প্রেম, বিয়েতে পরিবারের ‘না’ 


নিজস্ব সংবাদদাতা:

দুজনের দেখা হয়েছে। প্রেম হয়েছে। বিয়ে করতে চান। তবে পরিবার বাধা দেয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন তারা।


দুই পরিবারের রাজি না হওয়ার কারণ- প্রেমে পড়া এ দুজন সমলিঙ্গের মানুষ। তারা দুজন দুই ভিন্ন জেলার নারী ফুটবল দলের সদস্য। একজনের বাড়ি সিলেটে, আরেকজনের গাইবান্ধায়।


ঢাকায় খেলতে গিয়ে দুজনের পরিচয়। একপর্যায়ে সেটা গড়ায় প্রেমে।


প্রেমের টানে সিলেটের তরুণীটি চলে যান গাইবান্ধার তরুণীর বাড়িতে। পরিবারকে দিয়ে ফেলেন বিয়ের প্রস্তাব। এতে ‘আকাশ ভেঙে পড়ে’ পরিবারের বাকি সদস্যদের মাথায়।


অভিমানে এক তরুণী ছুরি দিয়ে হাত কেটে ও অপরজন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহননের চেষ্টা করেন। দুজনকেই গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে এক তরুণীকে সিলেটে ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার।


গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুই তরুণীর আত্মহত্যা-চেষ্টার ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে খেলার সুবাদে ঢাকায় দেখা হয় এ দুই তরুণীর। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিছু দিন পর সিলেটের তরুণী খেলতে যান গাইবান্ধার গোবিন্দগঞ্জে। সে সময় সদর এলাকায় অপর তরুণীর বাড়িতে ওঠেন তিনি। এভাবে পরস্পরের প্রতি ভালো লাগা তীব্র হতে থাকে। তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ করতেন।


কয়েক দিন আগে হঠাৎ গাইবান্ধার তরুণীটি মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দিলে অস্থির হয়ে সিলেটের তরুণীটি পরিবারের কাউকে না জানিয়ে চলে যান গাইবান্ধায়। এরপর তারা পরিবারকে জানান বিয়ের সিদ্ধান্ত। পরিবার বাধা দিলে দুই তরুণী চেষ্টা চালান আত্মহত্যার।


খবর পেয়ে সিলেট থেকে গাইবান্ধায় চলে আসে অপর তরুণীর পরিবার। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের তরুণীটিকে হাসপাতাল থেকে তার নিজের বাসায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করে পরিবার। তবে নাছোড়বান্দা ওই তরুণী কিছুতেই যেতে রাজি না হওয়ায় শরীরে ঘুমের ইনজেকশন পুশ করা হয়। তাতেও কাজ না হলে ধস্তাধস্তি করে তাকে গাইবান্ধা বাস টার্মিনাল পর্যন্ত নেয়া হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তরুণী।


এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বাস টার্মিনালে থাকা এক ব্যক্তি। সেই ভিডিওতে তরুণীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া বাঁচব না। আমি বাড়ি যাব না।’


এদিকে হাসপাতালে দুই তরুণীর চিকিৎসা চলার সময় এক ব্যক্তি তাদের সঙ্গে কথা বলেন। সেই কথোপকথনের ভিডিও ছড়িয়েছে ফেসবুকে।


গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে দুই তরুণীকে দেখতে যাই। সেখানে তাদের এ থেকে সরে আসতে পরামর্শ দিই। কিন্তু তারা কোনো কথাই শুনতে চায়নি।’


গাইবান্ধার তরুণীটির বিষয়ে কামাল হোসেন বলেন, ‘সে ফুটবল খেলে। শুনেছি সে জেলা নারী দলে খেলে। মাঝে মাঝে সে অন্য জেলাতেও খেলতে যায়।’


তবে ওই তরুণী জেলার নারী ফুটবল দলের সদস্য নন বলে জানিয়েছেন কোচ সুরুজ হক লিটন। তিনি  বলেন, ‘তাকে আমি চিনতে পারছি না। সে জেলা দলের হয়ে কোনো ম্যাচ খেলেছে কি না, আমার জানা নেই। তবে স্কুল পর্যায়ে হয়তোবা খেলতেও পারে।’


বিশ্বে এখন পর্যন্ত ৩১টি দেশে সমলিঙ্গের বিয়ে স্বীকৃতি পেলেও বাংলাদেশের আইনে এর কোনো বৈধতা নেই।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ  বলেন, ‘বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে যেসব আইন আছে তার কোনোটিতেই সমলিঙ্গের বিয়ের বৈধতা নেই। ধর্মীয়ভাবেও এ ধরনের বিয়ে স্বীকৃত নয়।’


প্রতিবেশী দেশ ভারতের উচ্চ আদালত সমকামীদের একসঙ্গে থাকার বৈধতা দিলেও তাদের বিয়ের অধিকার আইনি স্বীকৃতি পায়নি।


ভারতীয় দণ্ডবিধির এ-সংক্রান্ত ৩৭৭ ধারাটি বছর তিনেক আগে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত। তবে ভারত সরকারের পক্ষ থেকে চলতি বছরের শুরুতে আদালতে দেয়া এক হলফনামায় বলা হয়, সমকামীরা একসঙ্গে থাকার অধিকার পেলেও ভারতীয় সংস্কৃতিতে সমকামীদের বিয়ের কোনো সুযোগ নেই। সরকারের এই হলফনামা দেয়ার পর বিয়ের বিষয়টি নিয়ে আইনি প্রশ্নের চূড়ান্ত মীমাংসা এখনও হয়নি।


বাংলাদেশের দণ্ডবিধিতে ৩৭৭ ধারায় ‘অস্বাভাবিক অপরাধসমূহর’ ব্যাখ্যা ও শাস্তির মাত্রা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা পশুর সঙ্গে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন-সহবাস করে, তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোনো বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে এবং এতদ্ব্যতীত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।’




Post Top Ad

Responsive Ads Here