নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন মৌসুমী হামিদ।
তবে কোন প্যানেল থেকে নির্বাচনে লড়বেন মৌসুমী হামিদ সে বিষয়ে বিস্তরিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মৌসুমী হামিদ। ঐ ছবিতে দেখা যাচ্ছে তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
মনোনয়নপত্র জমা দিচ্ছেন মৌসুমী হামিদ ( ছবি ফেসবুক থেকে নেয়া) |
ঐ পোস্টে মৌসুমী হামিদ লিখেছেন- ‘মনোনয়নপত্র জমা দিয়ে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনী উৎসবে আমিও যুক্ত হলাম। জয় হোক অভিনয়শিল্পী সংঘের’
উল্লেখ্য, মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০১০-এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার এ রানার্স আপ হন। এরপর থেকেই অনেক টিভি শো যেমন: ‘লাভ র্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)’ রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকেই মৌসুমী হামিদ চলচ্চিত্রে অভিনয় করে যাত্রা শুরু করেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ