মুশফিকুর রহিম |
নিজস্ব প্রতিবেদকঃ
আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা । এরপরই প্রদর্শিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এরই মধ্যে দলের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যও ঠিক করে ফেলেছেন ক্রিকেটাররা। ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও।
গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পতনের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দলে জায়গা পাননি মুশফিকুর রহিম। নির্বাচকরা মুশফিককে বিশ্রাম দেওয়ার দাবি করলেও মুশফিক নিজেই জানিয়েছেন যে তিনি খেলতে চান। কিন্তু দল থেকে বাদ পড়েছেন তিনি।
সামনে বিপিএল। এখানে ভালো পারফর্ম করলে জাতীয় দলে ফিরতে পারেন মুশফিক। তবে জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই মিস্টার ডিপেন্ডেবলের। তার লক্ষ্য অন্য কিছু। বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। তাই তিনি নিজেকে টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করলেও, শুধুমাত্র বিপিএলই তার সমস্ত চিন্তাভাবনা কভার করবে।
মুশফিক বলেছেন: "আমি প্রত্যাবর্তন বা জাতীয় দল নিয়ে ভাবছি না। আমি বিপিএল ফরম্যাট নিয়ে ভাবছি। আমি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই জায়গা ধরে রাখাটা আমার জন্য আলাদা চ্যালেঞ্জ। আমি মনে করি না। ভবিষ্যতে কি আসবে বা না হবে সে সম্পর্কে।'
এবারও রানার্সআপ খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন মুশফিক। তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞ ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি তিনি নিজে ভালো করলে দলের উপকার করা।
মুশফিক বলেন, "ব্যক্তিগত গোলের চেয়ে দলের গোল আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গত বছর রানার্সআপ হয়েছিলাম, দুবার একশোর কাছাকাছি গিয়েও সেঞ্চুরি পাইনি। তবে ওই দুটি ম্যাচেই জিতেছি। এটা আরও গুরুত্বপূর্ণ।এবারও এমন চ্যালেঞ্জ থাকবে।'
তিনি আরও বলেন, আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই যাতে দল ভালো ফল পায়। আমরা ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলীয় লক্ষ্য বেশি অর্জন করতে পারি। '
মুশফিক তখন বলেন, "খেলার আগের দিন আমার একটা ব্যক্তিগত প্রস্তুতি আছে। আমি নিজেই সেগুলো করেছি। নেটে 2 ঘন্টা টিম অনুশীলন সবার জন্য যথেষ্ট নয়। যেকোনো টুর্নামেন্টের জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।'
তিনি আরও বলেন, ‘যদিও এটি একটি পাওয়ার হিট গেম। তবে ফাউন্ডেশন এবং বেসিকগুলো ঠিক থাকলে পাওয়ার হিট স্বয়ংক্রিয়ভাবে আসে। অন্তত ১০টি ম্যাচ খেলার সুযোগ পাব। আমি চেষ্টা করব 12-13টি ম্যাচ খেলতে এবং যতবার সম্ভব ব্যাট তুলতে। '
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ