অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
ফাইল ছবি




 নিজস্ব প্রতিবেদকঃ

২১ ঘণ্টা ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে কাজল দাস নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের ছাত্র। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি।


ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। গতকাল থেকে অনশন করছেন ২৪ জন আন্দোলনরত শিক্ষার্থী। ভিসি পদত্যাগ না করলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তারা।


এছাড়া বুধবার রাতে আরও দুই আন্দোলনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে আজ সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, পুলিশের হামলায় সরাসরি সহকারী উপাচার্যের পদত্যাগ চান তারা। অনশনে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার ভিসিকে নিতে হবে। ভিসি অবিলম্বে পদত্যাগ করলে আমরা আন্দোলন থেকে সরে যাব।


এদিকে দুপুর ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলোচনার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে আসেন। শিক্ষক প্রতিনিধি দলের অনুসন্ধানী আলোচনা উপেক্ষা করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক পদক্ষেপে ঐক্যবদ্ধ না হলে আমরা কোনো ধরনের আলোচনায় যাচ্ছি না। আমাদের সাথে সংহতি জানিয়ে আমরা ভিসির অবিলম্বে পদত্যাগের আহ্বান জানাই।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here