দত্তপাড়া পরিষদের শপথের ১৪ দিন পর ইউপি সদস্যের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৮, ২০২২

দত্তপাড়া পরিষদের শপথের ১৪ দিন পর ইউপি সদস্যের মৃত্যু | সময় সংবাদ

দত্তপাড়া পরিষদের শপথের ১৪ দিন পর ইউপি সদস্যের মৃত্যু | সময় সংবাদ
দত্তপাড়া পরিষদের শপথের ১৪ দিন পর ইউপি সদস্যের মৃত্যু | সময় সংবাদ


সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য (মেম্বার) আবদুল আউয়াল ডিলার মারা গেছেন। সোমবার (৭সাত ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা ও মোহনা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মামুনুর রশিদের বাবা।


পারিবারিক সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হলে আবদুল আউয়ালকে গত কয়েকদিন নোয়াখালি মেয়ের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার (৬সাত ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর পশ্চিম বটতলি গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।


প্রসঙ্গত, আবদুল আউয়াল চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। গেজেট প্রকাশের পর ২৬ জানুয়ারি তিনিসহ নির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের ১৪ দিন পর সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।



Post Top Ad

Responsive Ads Here