বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর চালককে খুন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৮, ২০২২

বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর চালককে খুন | সময় সংবাদ

বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর চালককে খুন | সময় সংবাদ
বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর চালককে খুন | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মীর হোসেন নামে এক ট্রাক্টর চালককে হত্যার অভিযোগ উঠেছে তার হেলপার উজ্জ্বল পাহানের বিরুদ্ধে।


রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ট্রাক্টর চালক মীর হাসান জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।


এবং অভিযুক্ত ট্রাক্টরের হেলপার উজ্জ্বল পাহান একই এলাকার হটাৎপাড়া গ্রামের শ্রী নগেনের ছেলে।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঘর মিস্ত্রীপাড়া এলাকার ট্রাক্টর চালক মীর হাসানের হেলপার একই এলাকার হটাৎপাড়া গ্রামের উজ্জ্বল পাহান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরেরদিন সকালে স্থানীয়রা ওই গ্রামের পাশের একটি ফসলি মাঠে মীর হাসানের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে হেলপার উজ্জ্বলকে খুঁজে পায়নি পুলিশ।


এবিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর জাহান বলেন, তদন্ত চলছে, তদন্তের চলমান থাকাই এ মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি ঘটনার রহস্য সম্পর্কে জানানো হবে।


Post Top Ad

Responsive Ads Here