তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক | সময় সংবাদ |
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা সীমান্ত এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ আনিরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।রবিবার (৬ ফেব্রুয়ারি)সকালে পাঁচবিবির উপজেলার চেচরা সীমান্ত তাকে আটক করা হয়। আটককৃত আনিরুল ইসলাম উপজেলার চেচরা গ্রামের আব্দুল আজিতের ছেলে।
এবিষয়ে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম বলেন, আটক আনিরুল অনেক দিন থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। রবিবার সকালে চেচরা সীমান্ত দিয়ে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ র্যাবের কাছে আসলে। উক্ত সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজাসহ আনিরুলকে হাতেনাতে আটক করে। তিনি আরো বলেন, এঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের এর পর আসামিকে আদালতে পাঠানো হয়।