৪ বছর পর সেরা চারে আর্জেন্টিনা | সময় সংবাদ |
খেলাধুলা প্রতিবেদক:
র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা। টেবিলে উন্নতি করেছে আর্জেন্টিনা। দুই ধাপ এগিয়ে প্রায় চার বছর পর সেরা চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোং।
চলতি বছরের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে আর্জেন্টিনা। দলের সেরা পারফর্মার এবং নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়াই ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে লিওনেল স্ক্যালোনির দল।
টানা ২৯ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্স করে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বর্তমান রেটিং পয়েন্ট ১৭৬৬.৯৯।
১৮২৮.৪৫ রেটিং নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুই নম্বরে আছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৮২৩.৪২। ১৭৮৬.২৫ রেটিং পয়েন্ট পেয়ে তিনে অবস্থান করছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। একধাপ অবনমন হয়েছে ইংল্যান্ডের। সবশেষ ইউরোর রানার্সআপরা আছে পাঁচ নম্বরে। সেরা দশের বাকিরা হল ইতালি, স্পেন, পর্তুগাল ও নেদারল্যান্ডস।
দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে আছে সেনেগাল। সম্প্রতি মিশরকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের মুকুট পড়েছে সাদিও মানেরা। স্থান পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতো ১৮৬ নম্বরেই অবস্থান করছে জামাল ভুঁইয়ারা। আগামী ৩১ মার্চ পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।