জোনাকিপুল ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

জোনাকিপুল ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা | সময় সংবাদ

 
জোনাকিপুল ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:

জোনাকিপুল ব্লাড ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী ১০টি সংগঠনের সদস্যদের নিয়ে মিলনমেলা ও মহৃান্নভোজের আয়োজন করা হয়েছে। 


১৩ ফেব্রুয়ারী দুপুরে চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি নূরানী তালিমুল হিফজুল কোরআন ও ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলনমেলা ও মহৃান্নভোজে'র আয়োজন করে জোনাকিপুল ব্লাড ব্যাংক।


জোনাকিপুল ক্রীড়া সংঘে'র পরিচালনায় ও জোনাকিপুল ব্লাড ব্যাংকে'র সভাপতি মোঃ জামাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাকিপুল বায়তুন নুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপদ্দিলামছি নূরানী তালিমুল হিফজুল কোরআন ও ইবতেদায়ী মাদ্রাসা'র সহ-সভাপতি এবং ক্যাশিয়ার মফিজুর রহমান বিডিআর, জোনাকিপুল ক্রীড়া সংঘ এর সভাপতি ইফতেখার পারভেজ।


জোনাকিপুল সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি হায়দার রোমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাপরাশিরহাট বড় মসজিদ এর ইমাম মাওলানা সানাউল্লাহ, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি, জোনাকিপুল ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 


এছাড়াও নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন, উই ফর ইউ, চাপরাশিরহাট ব্লাড ব্যাংক, জোনাকিপুল সমাজকল্যাণ সংস্থা, নওজোয়ান ব্লাড ব্যাংক, দি নিউ স্টার ক্লাব, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, বর্ণ পরিচয় মানবিক সংগঠন, উই ফর অল সহ ১০ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদ্দিলামছি নূরানী তালিমুল হিফজুল কোরআন ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে মাদ্রাসার ছাত্র এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে মহৃান্নভোজের আয়োজন করা হয়। এর আগে সকাল থেকে মাদ্রাসার কোরআনে হাফেজদের দিয়ে পবিত্র কোরআন খতম করানো হয়। 


জোনাকিপুল বায়তুন নুর জামে মসজিদ এর খতীব মাওলানা আলমগীর হোসেন এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




Post Top Ad

Responsive Ads Here