ফরিদপুরে প্রথমবারের মত ভলিবলে চ্যাম্পিয়ন চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

ফরিদপুরে প্রথমবারের মত ভলিবলে চ্যাম্পিয়ন চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব | সময় সংবাদ

ফরিদপুরে প্রথমবারের মত ভলিবলে চ্যাম্পিয়ন চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব | সময় সংবাদ
ফরিদপুরে প্রথমবারের মত ভলিবলে চ্যাম্পিয়ন চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

প্রথমবারের মত ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলার চরভদ্রাসনের ক্রিয়া প্রেমীদের ক্লাব ‘চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব’।


শনিবার(১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে মৌলভীরচর স্পোর্টিং ক্লাবের আয়োজনে মৌলভারচর ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত খেলায় পাশ্ববর্তী উপজেলা নগরকান্দার ব্রামনডাঙ্গা স্পোর্টিং ক্লাবকে ৫ সেটের খেলায় ৩-০ সেটে হারিয়ে বিজয় নিশ্চিত করেন তারা।


মাঠভর্তি দর্শকের সমাগমে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মৌলভীচর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সামসুদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী মোল্যা ও নগরকান্দা পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


মৌলভীচর স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুল হাসান ফিরোজ এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্স আপ দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠার পর এটাই তাদের প্রথম শিরোপা। এ ব্যাপারে আহবায়ক বিপ্লব শরীফ জানান, ‘মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। চরভদ্রাসনের খেলাধুলাকে এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি”।




Post Top Ad

Responsive Ads Here