স্কুল-কলেজের ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

স্কুল-কলেজের ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

স্কুল-কলেজের ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
ফাইল ছবি


 নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান স্কুল-কলেজের ছুটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল সচিব/ সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

দীপু মনি বুধবার সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে।

এর আগে, করোনার প্রাদুর্ভাব বাড়ার আগে ২১ জানুয়ারি থেকে একাডেমিতে দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।

দেশে গত কয়েক দিনে দৈনিক করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজারের বেশি। টানা চারদিন করোনায় মৃতের সংখ্যাও ৩০ ছাড়িয়েছে। গত বুধবার সকাল পর্যন্ত, স্বাস্থ্য বিভাগ আগের 24 ঘন্টায় 38 জনের মৃত্যুর খবর দিয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দ্বিধায় রয়েছে উপদেষ্টা কমিটি ও সরকার।

অন্যদিকে ইউনিসেফ যেকোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য ইউনিসেফের আহ্বানে সাড়া দিচ্ছে বলে জানা গেছে। তবে সরকার শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে চায়।

সরকার এই বছরের শুরু থেকে 12 থেকে 18 বছর বয়সী সকল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৩ ডিসেম্বর ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। গত ২১ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ পাঁচটি নতুন নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


2020 সালের 6 মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। সরকার 16 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।


প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর স্কুল কলেজ ও পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here