ইভ্যালি মামলা: জামিন পেলেন অভিনেত্রী মিথিলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

ইভ্যালি মামলা: জামিন পেলেন অভিনেত্রী মিথিলা

ইভ্যালি মামলা: জামিন পেলেন অভিনেত্রী মিথিলা
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা- ফাইল ফটো


 নিজস্ব প্রতিবেদকঃ

ই-কমার্স কোম্পানি ইভালির এক গ্রাহকের দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিম পুলিশের প্রতিবেদন দাখিল শেষে তাকে জামিন দেন।


হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় একই দিনে তিনি তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত বিচারক তাকে জামিন দেন।


এর আগে গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।


২০২১ সালের ২১শে নভেম্বর ইভালির গ্রাহক সাদ সাম রহমান ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাজধানীর ধানমন্ডি থানাকে নির্দেশ দেন।


৪ ডিসেম্বর মামলাটি এফআইআর হিসেবে নেয় ধানমন্ডি থানা পুলিশ। পরদিন থানা থেকে মামলাটি আদালতে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে ১০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


মামলার অন্য আসামিরা হলেন- গ্রেফতার ইভালির এমডি মোহাম্মদ রাসেল, তার স্ত্রী শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।


সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া এভালির বিভিন্ন পদে ছিলেন। তিনি কোম্পানি থেকে পণ্য কেনার জন্য বিনিয়োগ করেন, তাদের উপস্থিতি এবং বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের উপর নির্ভর করে। তার বিনিয়োগের পরিমাণ তিন লাখ ১৬ হাজার টাকা, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। এসব তারকাদের কারণে তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here